জীবাণুমুক্ত ও পরিষ্কার রাখুন SMARTPHONE
Coronavirus-এ বিশ্ববাসী নাকাল । বিষয়টি নিয়ে সবাই সচেতন হচ্ছেন । তবে এতো সচেতনতার মধ্যেই আমাদের হাতে থাকা SMARTPHONE-এ যে টয়লেট সিটের চেয়ে 10 গুণ বেশি জীবাণু বিদ্যমান থাকে সেটা অনেকেই অজানা। এক গবেষণায় দেখা গেছে যে, দৈনিক গড়ে 67 বার প্রয়োজনে হাতে নেন SMARTPHONE ব্যবহারকারীরা। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো যে, আমাদের SMARTPHONE-এ 17000 ধরণের জীবাণু থাকার সম্ভবনা রয়েছে। এর মধ্যে Coronavirus এর নাম আছে কিনা তা জানা যায়নি। তবে সবসময় সতর্ক থাকাটাই ভালো। SMARTPHONE কে জীবাণু মুক্ত রাখতে GOOGLE ও APPLE তাদের SUPPORT পেইজে GUIDELINE দিয়েছেন।পরিষ্কার শুকনো তোয়ালে উষ্ণ পানিতে ভিজিয়ে SMARTPHONE এর DISPLAY ও BACKPANNEL মোছার পরামর্শ দিয়েছে APPLE । তবে এ ব্যাপারে GOOGLE জানিয়েছেন যে কম ক্ষারযুক্ত সাবান পানির মিশ্রণ দিয়ে SMARTPHONE পরিষ্কার করলেও সমস্যার সমাধান পাওয়া যায় সহজে।
No comments:
Post a Comment